সুশীলনের সহকারী পরিচালক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য জি এম মনিরুজ্জামানের মাতা রহিমা বেগম (৬০) আজ বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আবু আহমেদ, এড. সৈয়দ ইফতেখার আলী, এড. আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, এম কামরুজ্জামান, মাধব চন্দ্র দত্ত, আলী নূর খান বাবুল, এড. শাহনাজ পারভীন মিলি, জোৎ¯œা দত্ত, লায়লা পারভীন সেঁজুতি, গাজী শাহজাহান সিরাজ, কিশোরী মোহন সরকার, অপারেশ পাল, মন্ময় মনির, এড. মনির উদ্দীন, এড. এবিএম সেলিম, নিত্যানন্দ সরকার, সিদ্দিকুর রহমান, আবুল হোসেন, এড. আল মাহমুদ পলাশ প্রমূখ।সুন্দরবন ব্ল্যাড ডোনেশনের শোক: সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামানের মাতা রহিমা বেগম (৬০) শনিবার বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সুন্দরবন ব্ল্যাড ডোনেশনের সভাপতি ডা. এসএম ইসরাইল, সহ-সভাপতি আরিফুর রহমান জেমস, কোষাধ্যক্ষ মো. মহিবুল্লাহ, কার্যকরী সদস্য মো. কামরুল ইসলাম, মুন্নি প্রমুখ।