July 26, 2024, 11:22 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মহাকাশে সামরিক মহড়ায় যাচ্ছে ভারত ||

মহাকাশে সামরিক মহড়ায় যাচ্ছে ভারত ||

মহাকাশে কতটা সুরক্ষিত ভারত? পড়শী দেশ চীন বা অন্য কারও সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ভারত কি নিখুঁত আক্রমণ চালাতে পারবে? আকাশে লড়াইয়ের জন্য ভারতের অস্ত্রভাণ্ডার কি পর্যাপ্ত? নাগরিকদের এসব প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে মহাকাশে সামরিক মহড়ায় যাচ্ছে এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি।তিন বাহিনীর যৌথ মঞ্চ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (আইডিএস) ‘ইন্ডস্পেসএক্স’ নামে দু’দিনের এ মহড়া চালাবে। গত মার্চের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্যাটেলাইট-বিধ্বংসী (এ-স্যাট) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পর তাদের এই মহাকাশে সামরিক মহড়ার খবর এলো।নাম প্রকাশ না করার শর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতকে আরও শক্তিধর এবং সুরক্ষিত করার জন্য ‘এ-স্যাট’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় মহাকাশের পরিসরে যুদ্ধ বাঁধলে যে ধরনের প্রধান চ্যালেঞ্জ আসতে পারে, সেটা চিহ্নিত করতে ‘ইন্ডস্পেসএক্স’ চালানো হচ্ছে।’ভারতের তথ্যপ্রযুক্তিখাতের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান আইআইটি ছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট সব পক্ষ এই মহড়ায় নিজেদের সম্ভাব্য পরিসরে অংশ নিচ্ছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘যুদ্ধক্ষেত্রের চূড়ান্ত পর্বে কার্যকর কৌশলগত ও কর্মপদ্ধতিগত সক্ষমতা অনুধাবন করা দরকার। চীন যখন সব কিছু তাদের চোখের সামনে নিয়ে আসছে, তখন আমরা কেবল আঙ্গুল মোচড়াতে পারি না। আমরা হয়তো চীনের পর্যায়ে যেতে পারবো না, কিন্তু নিজেদের আকাশ সম্পদ সুরক্ষায় আমাদের সক্ষমতা অবশ্যই থাকতে হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com