October 23, 2024, 7:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মহামারীর মধ্যেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

মহামারীর মধ্যেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। করোনা মহামারী মধ্যেই ডেঙ্গু প্রকোপ দেখা দিলো। ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন ডেঙ্গু রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে ঢাকার বাইরে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির খবর পাওয়া যায়নি। সরকারি তথ্য মতে, এ বছরে এখন পর্যন্ত ৮১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়াও ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচজন মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে দুটি ঘটনা পর্যালোচনা করে একটির মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৬ হাজার ১৪০ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪৫ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

আজ ১২ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৪৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com