July 27, 2024, 3:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছেন খালেদা: চিকিৎসক

মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছেন খালেদা: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক। বলেছেন, রক্ত বমি ও মলের সঙ্গে মাঝে মাঝে রক্ত যাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ওই চিকিৎসক বলেন, ‘উনার অবস্থা আগের মতোই আছে। যে সমস্যাগুলো ছিল সেগুলোই আছে। তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।’ তিনি জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা পর্যালোচনায় গঠিত মেডিক্যাল বোর্ড বুধবার বিকেলে বৈঠক করে। এতে ১৫ জন চিকিৎসক অংশ নেন। মেডিক্যাল বোর্ডের সদস্যের বাইরে আরও পাঁচজন চিকিৎসক এই বৈঠকে অংশ নেন। পাঁচজন চিকিৎসই এভারকেয়ার হাসপাতালের বাইরের। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একজন চিকিৎসক বলেন, ‘মেডিক্যাল বোর্ডের বৈঠক থেকে পাওয়া মতামতের ভিত্তিতে কলোনস্কপিসহ খালেদা জিয়ার আরও নতুন কয়েকটি টেস্ট করা হয়েছে। খালেদা জিয়ার বমি ও মলের সঙ্গে মাঝে মাঝে রক্ত আসছে। মাঝে মাঝে শরীর দুর্বল হয়ে পড়ছে।’ ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

খালেদার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ও দল থেকে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তাতে সাড়া মিলছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নেত্রীর অবস্থা ‘ভ্যারি ক্রিটিক্যাল’। তাকে অবিলম্বে বিদেশ নেয়া দরকার। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবেই বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটির সহযোগী সংগঠন যুবদল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com