July 27, 2024, 12:23 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মাদক ব্যবসায়ী ইয়াসিনের টার্গেট স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

মাদক ব্যবসায়ী ইয়াসিনের টার্গেট স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

দেবহাটা প্রতিনিধি রবিউল ইসলামঃ শহরে মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ইয়াসিনের কারণে ধ্বংসের পথে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা,বৌ-বাজার,দাসপাড়া, থানাঘাটা, মিলবাজার, আমতলা, মোড়সহকাটিয়া এলাকার শিশু কিশোররা। সে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মৃত ইসমাইল সাহাজীর ছেলে ইয়াসিন সাহাজী।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবারের অভিভাবকদের দাবী তাদের সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই ইয়াসিন।তাদের বক্তব্য অনুযায়ী কখনো টাকায়, কখনো বাকীতে আবার কখনো ফ্রিতে গাঁজা ও ইয়াবা সরবরাহ করে ইয়াসিন। যে কারণে নেশাগ্রস্থ হয়ে পড়েছে অনেক শিশুকিশোর, যাদের বেশিরভাগ ছেলেরা সাতক্ষীরা সরকারী বিদ্যালয় ও সরকারীকলেজ পড়ুয়া।এলাকাবাসী সূত্রে জানা যায় চুরি, মাদকসহ বিভিন্নসময়ে সে জেল খাটলেও জামিনে বের হয়ে সে আবারো শুরু করে তার অপকর্ম।উল্লেখ্য মাগুরা দাসপাড়াএলাকার কুখ্যাত মাদক বিক্রেতা গাঁজা লতিফ, রৌফ ও আজাদের মাদক বিক্রি করতো সে পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় লতিফ,রৌফ, আজাদ গ্রুপের কয়েকজন মাদক ছেড়েছে মাদক আবার কেউ ছেড়েছে এলাকা।কিন্তু বিভিন্ন বেশধরে মাদকবিক্রি করে যাচ্ছে ইয়াছিন,কখনো মটরভ্যান চালক কখনো পুলিশের সোর্স পরিচয়ে তার কার্যক্রম চালাচ্ছে দিদারছে।তার সাথে প্রশাসনের কতিপয় ব্যক্তির সাথে সখ্যতা রয়েছে বলে কতিথ রয়েছে। সে রীতিমত তাদের নাম ভাঙ্গিয়েও দাপিয়ে বেড়ায়। এদিকে ইয়াছিনের দাবি তিনি মাদক ব্যবসায়ী নন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে বিভিন্ন মামলার কথা বলা হলে সে তার স্বপক্ষে কোন কথা বলতে পারে নি।\এব্যাপারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com