January 15, 2025, 7:40 am
তালায় হতদরিদ্র মিনহাজুল ইসলাম’র চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাধীন মিনহাজুল ইসলাম এর মাতা নাছিমা বেগম এর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫ হাজার টাকার চেক প্রদান করেন মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক নিগার সুলতানা নিপা।
এসময় উপস্থিত ছিলেন মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, বিশিষ্ট পশু চিকিৎসক মো. মহাতাব উদ্দীন শেখ, ডা. সৈয়দ খায়রুল ইসলাম মিঠু প্রমুখ। এ বিষয়ে শেখ মিনহাজুল ইসলাম এর মা নাছিমা বেগম জানান, তার ছেলে এখন কলকাতার ভ্যালরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখনো প্রায় চার লাখ টাকার প্রয়োজন। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
Comments are closed.