October 23, 2024, 7:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের : সহকারী পুলিশ

মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের : সহকারী পুলিশ

আহসান উল্লাহ বাবলু, উপজেলা প্রতিনিধি:  আশাশুনি   আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উদযাপন ও দৈনিক আজকের সারাদেশ প্রত্রিকার আশাশুনি ব্যুরো অফিস এবং সহ-সম্পাদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় বাজারের সাহিন টাউয়ার এর চতুর্থ তলায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী। এসময় তিনি বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকা থেকে সকল প্রকারের মাদক, জঙ্গি, সন্ত্রাসসহ সকল প্রকারের অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী এসময় সকল অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহবান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক। বিডিএমএ এর সভাপতি ও জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ সাহিনুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, প্রত্রিকাটির প্রধান সম্পাদক গাজী সাজাহান। প্রত্রিকার সহ-সম্পাদক এবং জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রবিউল আলমের সভাপতিত্বে এসময় সাংবাদিকবৃন্দ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com