সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মামলাবাজ নাসির উদ্দীনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের আব্দুল গফুর সরদার এর ছেলে আমিনুর রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন বিগত ১০/১২ বছর ধরে আমার ২ বিঘা জমি নিয়ে প্রতিবেশি আশরাফ এর সাথে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় গত বছর রতনপুর ইউনিয়নের বন্দিপুর গ্রামের নাজির সরদারের পুত্র নাসির উদ্দীন সরদার একই ইউনিয়নের কদমতলা বাজারে ডেকে জমি জমার বিরোধ নিয়ে উভয় পক্ষের মিমাংসার প্রস্তাব দেয়। কিন্তু কোন প্রকার মিমাংসা করে দেয় না। বর্ষা মৌসুমে আমার চাষাবাদ কৃত জমিতে হঠাৎ একদিন নাসির সার ছিটাতে গেলে আমি বাধা দেই। তার কয়েকদিন পর জানতে পারি ওই মাদক ব্যবসায়ী ও মামলাবাজ নাসির আশরাফ দিং এর কাছ থেকে ওই সম্পত্তি ক্রয় করেছে। অথচ আইন অনুযায়ী অমিমাংসীত জমি তৃতীয়পক্ষ কোন ভাবেই ক্রয় করতে পারবে না। এবিষয়ে শ্যামনগর-কালিগঞ্জ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার এমপি মহোদয়ের কাছে অভিযোগ দিলে তিনি বিষয়টি মিমাংসা করার জন্য কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ সাহেবের উপর দায়িত্ব দেন। সকল কাগজপর্যালোচনা করে অধ্যক্ষ সাহেব আশরাফ গং ও নাসির উদ্দীনকে ওই জমি নিয়ে আমার সাথে বিরোধ না করার পরামর্শ দেন। কিন্তু তারা ওই শালিসী মানেনি। এভাবে ১২/১৩ বছর শালিস নামা সহ কালিগঞ্জ সহকারী জজ আদালতের ডিগ্রি প্রাপ্ত হয়েছি। কিন্তু ওই নাসির উদ্দীন কোন কিছু না মেনে কালো টাকার প্রভাবে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উক্ত জমি নিয়ে গত কয়েক বছরে ৪৫/৫০ এর অধিক মামলা দায়ের করেছে আমাদের বিরুদ্ধে। এখন অবৈধভাবে সম্পত্তি দখলের জন্য আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ৮টা ফৌজদারী মিথ্যা মামলা দায়ের করেছে।তিনি আরো বলেন নাসির উদ্দীন দিনে ও রাতে অস্ত্র ও লোকজন নিয়ে আমাকে খুন করবে। সে আমার নাকে একাধিক মিথ্যা করেছে। এখনো মিথ্যা মামলা মাদকদ্রব্য দিয়ে মামলা করিবে বলে হুমকি দিচ্ছে।নাসির উদ্দীন অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কালোবাজারী পরসম্পদ লোভী আইন অমান্যকারী মাদক ব্যবসায়ী গডফাদার। তার নামে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আমি বর্তমানে ওই সন্ত্রাসী নাসিরউদ্দীনের ষড়যন্ত্রে ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দিশেহারা হয়ে পড়েছি।
এব্যাপারে তিনি সন্ত্রাসী নাসিরউদ্দীনের হাত থেকে পরিবার এবং নিজেকে রক্ষার জন্য, মাননীয় সংসদ সদস্য, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কালিগঞ্জ সার্কেলে আশুহস্তক্ষেপ কামনা করেন।