July 26, 2024, 11:54 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মামলা তুলে নিতে বাদীকে খুন, জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়ার অভিযোগ

মামলা তুলে নিতে বাদীকে খুন, জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়ার অভিযোগ

Hosan Imam : সাতক্ষীরার তালায় মারপিটের মামলা তুলে নিতে অকথ্য ভাষায় গালি-গালাজ ও বাদীকে খুন, জখম এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে দিদারুল ইসলাম।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জমি-জমা বিরোধের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৭/৯/২০১৯ তারিখ সন্ধ্যায় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অন্যের জমি জবর দখলকারী আলাউদ্দীন গাজী, তার ছেলে শহিদুল ইসলামসহ ৮/১০ জনের সংঘবদ্ধ বাহিনী লোহার রড, বাঁশের লাঠি, ধারালো দা নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বৃদ্ধ পিতা মাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে তারা আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এতে আমার পিতার বাম চোখের উপরে কপালে ক্ষত হয়। এছাড়া আমার মাতার পরনের কাপড় ছিড়ে শ্লীলতা হানি ঘটনায় এবং তাকেও মারপিট করে রক্তাক্ত জখম করেন। এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। এসময় আমার পিতা-মাতার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে আমার পিতা-মাতাকে উদ্ধার করেন। এ ঘটনার সময় আমি জরুরী কাজে বাইরে থাকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি।পরে এঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে ৪ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় থানা পুলিশ আসামী আলাউদ্দিন ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে, আসামীদের মধ্যে দুইজন গ্রেফতার হওয়ায় তার স্বজনরা ও সহযোগীরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, জখম, অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকেন।তিনি আরো বলেন, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, অন্যের জমি জবর দখলসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। কিন্তু তারা প্রভাবশালী ও হিংস্র প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। আর আমি একা ভাই হওয়ায় তারা আমার উপর দীর্ঘদিন ধরে অত্যাচার, নির্যাতন মারপিট ও অকথ্য ভাষায় গালি গালাজ করে যাচ্ছেন। এর আগেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারপিটসহ গুরুতর জখম করেন। আমরা বর্তমানে ওই সন্ত্রাসীদের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় তিনি উক্ত আলাউদ্দীন গংয়ের হাত থেকে রক্ষা পেতে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com