January 15, 2025, 6:20 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জোকোভিচকে খেলাতে

মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জোকোভিচকে খেলাতে

উইম্বলডন জিতে রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান কমানো নোভাক জোকোভিচ হয়তো অধীর হয়ে আছেন ইউএস ওপেনে খেলতে। তবে এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে জেগেছে প্রবল সংশয়। করোনাভাইরাসের টিকা না নেওয়াদের যে যুক্তরাষ্ট্রে যাওয়ারই অনুমতি নেই। হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্টের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কোভিড-১৯ প্রতিষেধক টিকা নিতে হবে এবং বোর্ডিংয়ের আগে এর প্রমাণপত্রও দিতে হবে।

এই সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন টেক্সাসের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার। জোকোভিচকে যুক্তরাষ্ট্রে খেলতে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধও করেছেন তিনি। “ইউএস ওপেন খেলতে নোভাক জোকোভিচের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন। কিন্তু তিনি লাখ লাখ অবৈধ, টিকা না নেওয়া মানুষকে সীমান্ত অতিক্রমের অনুমতি দিচ্ছেন।” “হে, জো (বাইডেন) টিকা না নেওয়া আর একজন বেশি মানুষ (যুক্তরাষ্ট্রে) এলেই বা কী!!!?!!” করোনাভাইরাসের টিকা নেইনি, নেওয়ার পরিকল্পনাও নেই-সোজাসাপ্টা ঘোষণা দিয়েছিলেন জোকোভিচ। সে কারণে বছরের শুরুর গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি এই টেনিস তারকা। তবে ইংল্যান্ডে সবশেষ উইম্বলডনে খেলেছেন এই সার্বিয়ান এবং শিরোপাও জিতেছেন। গ্র্যান্ড স্ল্যামে যা তার ২১তম শিরোপা। ২২ শিরোপা জিতে সবার উপরে রয়েছেন স্প্যানিশ তারকা নাদাল। আগামী অগাস্টে শুরু হবে ইউএস ওপেন। প্রতিযোগিতাটির আকর্ষণ বাড়াতে জোকোভিচকে চান অনেকে। কিন্তু বাঁধ সাধছে যুক্তরাষ্ট্রের আইন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com