October 31, 2024, 3:13 am
ভাগ্য ফিরাতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনছুর সরদার বড় ছেলে আব্দুল আল মামুন (৩৫)। সেখানে ভালই দিন কাটছিল তার। কিন্তু গত ১৫ নভেম্বর মালয়েশিয়ায় জুমআর নামাজের প্রস্তুতিকালে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুর দু’দিন আগে তিনি পুত্র সন্তানের পিতা হন। সন্ত্রাসী হামলায় নিহত আব্দুল্যাহ আল মামুন দেশে ফিরে পুত্র সন্তানের মুখ দেখতে পারলেন না। তিনি বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে।পরিবারের সদস্যরা জানান, ১৫ নভেম্বর সন্ত্রাসীর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করার পরপরই খবর পৌছে যায় পরিবার ও এলাকাবাসীর মাঝে। নেমে আসে শোকের ছায়া। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আব্দুল আল মামুনের মরদেহ ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে বিমানবন্দরে পৌছায়। বেলা ১১টায় লাশ পৌছায় বাড়িতে। আছরের নামাজের পর রামনগর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল্যাহ আল মামুনকে।
Comments are closed.