January 23, 2025, 2:39 pm
‘অঙ্গার’খ্যাত নায়িকা ফাল্গুনি রহমান জলি কন্যা সন্তানের মা হয়েছে। গত ১৭ জুলাই উত্তরার একটি হাসপাতালে জন্ম নেওয়া মেয়ের নাম রাখা হয়েছে সেহেমাত রহমান। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন জলি নিজেই। তিনি বলেন, ‘মা হওয়ার বিষয়টি যদি জানানো হতো তাহলে হয়তো ছবি দেখতে চাইতেন সবাই। আসলে একেবারে ছোট একটি শিশুর ছবি প্রকাশ করতে চাইনি। ভেবেছিলাম, সে একটু বড় হলে সবাইকে জানাবো, এখন সেটাই করছি।’ গত বছরের মে মাসে ব্যবসায়ী আরাফাত রহমানকে বিয়ে করেন জলি।
দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক জলির। তার অভিনীত ছবিগুলো হচ্ছে ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ডেঞ্জার জোন’ ছবিটি। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘অফিসার রিটার্নস’।
Comments are closed.