December 26, 2024, 2:30 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ ।

মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ ।

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত সুজাহার আলী খার পুত্র হযরত আলী একই এলাকার মোজহার খার পুত্র আব্দুর রশিদ গংয়ের কবলাকৃত সম্পত্তি আত্মসাৎ করতে মিথ্যা মামলায় হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, মুন্সিগঞ্জ মৌজার এসএ ১২৫ নং খতিয়ানে আব্দুর রশিদসহ তিনজন গত ২০-০৩-২০০৫ তারিখে শ্যামনগর সাব রেজিস্ট্রি অফিসের ১৬৫৮ নং কবলা মূলে জনৈক আব্দুল আজিজ গাজীর নিকট থেকে ৫০ শতক জমি ক্রয় করেন। এই জমি ফাঁকি দিতে হযরত আলী দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। অবশেষে হযরত আলী ১৬৫৮ নং দলিলের পরিবর্তে এক জাল দলিল তৈরি করে আব্দুর রশিদ গংকে হয়রানী করার হুমকি দিতে থাকে। হযরত আলী আদালতে মিথ্যা মামলা করে কবলাকৃত সম্পত্তি ফাঁকি দেয়ার ষড়যন্ত্র করছে বলে জানান আব্দুর রশিদ। তিনি আরও বলেন, আমার জন্মের আগের এক দলিল জাল করে হযরত আলিসহ আমার তিন ভাই, পাতড়াখোলা গ্রামের নুর ইসলামের পুত্র জাহিদুল ও তার মাতা সুফিয়া এবং খালেক গাজীর স্ত্রী মজিদাকে হযরত তার নিজের তৈরিকৃত জাল দলিল দিয়ে মামলা করে হয়রানী করছে। এ বিষয়ে হযরত আলী বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জবর করার পায়তারা করছে বলে আমি মামলা করেছি। এ ব্যাপারে আব্দুর রশিদ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com