হোসেন ইমামঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” শিরোনামে মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার শেষে পুরুস্কার বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকাত এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরির পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করে। সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় শুরু হবে।