July 26, 2024, 11:51 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মুন্সীগঞ্জে নোটিশ দিয়েও ঠেকানো যাচ্ছে না অবৈধ ঘর নির্মাণ

মুন্সীগঞ্জে নোটিশ দিয়েও ঠেকানো যাচ্ছে না অবৈধ ঘর নির্মাণ

শ্যামনগর প্রতিনিধি: সড়ক জনপদ বিভাগ নোটিশ দিয়েও শেষ রক্ষা করতে পারলো না। সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণ করেই ছাড়লেন দখলদাররা। সড়ক বিভাগের কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপের কথা জানালেও ফলাফল জিরো। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে দখরদারদের ঘর নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসির। বারবার বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে লেখালেখির মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তা দেখতে পাচ্ছে না সড়কের লোকজন। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজে নির্মাণ হলো অবৈধ ভবন। অবৈধ দখলকারী হলেন ঈশ্বরীপুর ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে আব্দুর রব গাইন ও মুন্সিগঞ্জ উত্তর কদমতলার মুনছুর সর্দারের ছেলে রাজ্জাক সরদার। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলকে ম্যানেজ করে এ অবৈধ সুযোগ নিয়েছেন তারা। সড়ক জনপদের জায়গা দখল করে ৫ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসি জানান, ১২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদর পথ বন্ধ করে নির্মাণ করছেন এ ভবন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। বিষয়টি সাতক্ষীরা সড়ক জনপথ উপ-সহকারী প্রকৌশলী কামরুল শেখকে জানানো হলে তিনি বলেন, নোটিশ দিয়েছি। সময় হলে ভেঙে দেব। তাছাড়া সকল রাস্তার পাশে তো এ ধরনের ঘর বাড়ি হচ্ছে ভাঙলে সব ঘরেই ভাঙতে হবে আমাদের তাই দেরি হচ্ছে। এলাকাবাসি এব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com