July 27, 2024, 7:49 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মেসি-রোনালদোর ৩৬তম লড়াই

মেসি-রোনালদোর ৩৬তম লড়াই

‘মেসি-রোনালদোর মতো দুই গ্রেট চ্যাম্পিয়নকে কাল (আজ) দেখতে পারাটা হবে দুর্দান্ত। ওরা গত ১৫ বছর ধরে বিশ্বসেরা। দুজনে ভিন্ন ধরনের খেলোয়াড়, কিন্তু গোলের জন্য, শিরোপার জন্য ওদের লড়াইটা একই। আমি দুজনেরই প্রশংসা করি, কারণ তারা অবিশ্বাস্য। কে শ্রেয় প্রশ্ন সেটা না। আমরা দুজনের খেলাই উপভোগ করব।’

বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোম্যান এক্ষেত্রে একজন ফুটবলভক্ত যেনো। মেসি-রোনালদোর দ্বৈরথ এমনই এক উপভোগ্য লড়াই, যা চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনা-জুভেন্তাস ম্যাচের লড়াইকে ছাপিয়ে একজনের কোচের কথায় উঠে এসেছে।

২০১৮’র ৬ মে লা লিগার এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে শেষবার লড়েছিলেন মেসি-রোনালদো। ২-২ গোলে ড্র হয়েছিল সে ম্যাচ। মেসি-রোনালদো দুজনই একটি করে গোল করেছিলেন। এরপর জুভেন্তাসে চলে যান রোনালদো। গত ২৮ অক্টোবর তুরিনে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে মুখোমুখি হওয়ার সুযোগ ছিল। মেসি গিয়েছিলেন দল নিয়ে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোনালদো থাকতে পারেননি মাঠে, যে ম্যাচে ২-০ গোলে জিতে ফেরেন মেসিরা।

আজ জি গ্রুপের ফিরতি লড়াইয়ে ন্যু ক্যাম্পে এসেছে জুভেন্তাস। মেসির চেয়ে ২ বছর ৫ মাসের বড়ো রোনালদো চারটি ক্লাব ও জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন কিংবদন্তির চেয়ে খেলেছেন বেশি ম্যাচ। তবে গোল ও অ্যাসিস্টের কার্যকারিতা হিসাব করলে রোনালদোর চেয়ে ১৪৩ ম্যাচ কম খেলে ৪১ গোল বেশি করেছেন ও গোলে সহযোগিতা করেছেন মেসি। তবে প্রতিপক্ষে রোনালদো নামের একজনের উপস্থিতিটা চাপে রাখবে বার্সাকে। যদিও কোচ কোম্যান মুখে বলেছেন, ‘আমরা ক্রিশ্চিয়ানোকে নিয়ে ভাবছি না। আমরা কালকের (পড়–ন আজ) গ্রেট ম্যাচটা নিয়ে ভাবি; আমাদের রক্ষণটা ভালো করতে হবে এবং বল নিজেদের আয়ত্তে রাখতে হবে।’

পিকে, বুসকেতস, রবের্তোরা ইনজুরিতে দলের বাইরে কয়েক ম্যাচ ধরে। সর্বশেষ ইনজুরি তালিকায় উসমান দেম্বেলে। একেক ম্যাচে একেজনকে দিয়ে খেলানো কোম্যান কোচ হয়ে বার্সায় আসার পর শুরুতে দেম্বেলেকে বিদায় করে দিতে চেয়েছিলেন। কিন্তু মাঠের খেলায় এখন কোচের প্রশংসা কুড়িয়েছেন দেম্বেলে। তাই তাকে হারিয়ে হতাশ কোম্যান, ‘ইনজুরিতে আরেকজনকে হারানো লজ্জার।’ এ প্রসঙ্গেই ম্যাচের সূচি নিয়ে আপত্তি তুলেছেন কোম্যান।

তবে কোম্যানের আসল চিন্তা লা লিগায় বাজে সময় যাচ্ছে দলের। চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচের সবকটিতে দারুণ জয় পেলেও লিগে ১১ ম্যাচের ৪টিতেই হেরে বসেছে তারা। এবং সর্বশেষ শনিবার নবাগত কাদিজের কাছেও হেরেছে তারা। সেই ম্যাচে নি®প্রভ ছিলেন মেসি। তবুও দলের কিংবদন্তির ওপর আস্থা তার, ‘তবুও বলব আমাদের আক্রমণের অনেকগুলোরই উৎসব মেসির পা। মানছি সে যেহেতু বিশ্বসেরা, তাই তাকে সবাই আসামি করবে, কিন্তু মেসি কোনো রক্ষণাত্মক ভুল করে না। প্রতিপক্ষ আমাদের ভুলের সুযোগেই গোল করে যাচ্ছে।’

বার্সার কাছে ওই একটি ম্যাচ ছাড়া বাকি চার ম্যাচই জিতেছে জুভেন্তাস। ১৫ ও ১২ পয়েন্ট নিয়ে দু’দলেরই নকআউট পর্ব নিশ্চিত। ন্যু ক্যাম্প থেকে টিভি ক্যামেরায় বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাওয়া আজকের লড়াইটা তাই মেসি-রোনালদোর মধ্যে দ্বৈরথ হিসেবেই দেখবেন ফুটবলপ্রেমীরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com