October 31, 2024, 3:11 am
মোটরসাইকেল কিনতে ক’বর থেকে মা-বাবার হাড় তুলে বিক্রি করল ছেলে! মোটরসাইকেল কেনার খুব ইচ্ছ এক ব্যক্তির। কিন্তু বাইক কেনার মতো টাকা নেই। তাই কবর থেকে মা, বাবা ও কাকার হা’ড়গো’ড় তুলে বিক্রির চেষ্টা করেন তিনি। কিন্তু তার আগে পুলিশের হাতে গ্রেফতার হন। সম্প্রতি এ ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ মোজাম্বিকে। মোজাম্বিকের নামপুল প্রদেশেও ওই ব্যক্তি গ্রেফতার হওয়ার পর হা’ড়গো’ড় তোলার রহস্য জানান।ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, এক ব্যবসায়ী তাকে বলেছিলেন, যদি সে ম’রা মানুষের হা’ড়গো’ড় দিতে পারে তাহলে তাকে একটি বাইক কিনে দেবে এবং সঙ্গে কিছু টাকাও পাবে।ওই ব্যবসায়ীর কথায় পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মা, বাবা ও কাকার ক’বর খুঁড়ে হা’ড়গো’ড় তুলে নিয়ে যান। আন্তর্জাতিক গণমাধ্যমে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি পারিবারিক ক’বরস্থানে গিয়েছিলাম। সেখান থেকে বাবার, মায়ের ও কাকার দে’হ তুলে আনি। আমাকে ওই ব্যবসায়ী বলেছিলেন, না ভুগে মৃ’ত্যু হওয়া ব্যক্তির দেহের হা’ড় দিতে।’ কিন্তু এত কিছু করেও হা’ড় পৌঁছাতে নির্দিষ্ট জায়গায় গিয়েও ওই ব্যবসায়ীকে আর খুঁজে পাননি তিনি। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
Comments are closed.