December 11, 2023, 12:38 pm

মৎস্যজীবিকে পিটিয়ে জখমের ঘটনায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের জামিন না’মঞ্জুর

মৎস্যজীবিকে পিটিয়ে জখমের ঘটনায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের জামিন না’মঞ্জুর

সাতক্ষীরা পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সাতক্ষীরার কলারোয়ার খোরদো বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শচীন চন্দ্র বিশ্বাককে পিটিয়ে জখম করার ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারুল ময়নার জামিন না’ মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে জামিন শুনানী শেষে জেলা ও দায়রা জজ শেখ মফিজুল ইসলাম এ আদেশ দেন।ঘটনার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারুল ময়না, খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জয়, রিপন, কুদ্দুসসহ একটি চাঁদাবাহ সন্ত্রাসী চক্র পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সমিতির সাবেক সাধারণ সম্পাদক শচীন বিশ্বাসকে গত ১১ সেপ্টেম্বর রাতে পিটিয়ে জখম করে পা ও মাজা ভেুুুুঙে দেয়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর তার মেয়ের দায়েরকৃত মামলার সেলিনা আনারুল ময়নাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন বিচারক রাজীব হোসেন তার জামিন না’মঞ্জুর করে। রোববার জেলা ও দায়রা জজ আদালতে তার আবারো জামিন শুনানী হলে বিচারক শেখ মফিজুল ইসলাম তার জামিন না’মঞ্জুর করেন।সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited