March 13, 2025, 5:54 pm
সোমবার বেলা ১০টায় শ্যামনগর ব্রাক এরিয়া অফিস মিলনায়তনে যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-১৯ কার্যক্রমের উপর শ্যামনগর ব্রাকের উদ্যোগে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রন ও ব্রাকের আয়োজনে ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ডা. মাকদুম জাহান রানা, ব্রাকের যক্ষা কন্ট্রোল প্রোগ্রাম অফিসার মো. সোহেল রানা, ব্রাক কর্মকর্তা সালমা হাবিবা, গণমাধ্যমকর্মী, ইমাম, শিক্ষক, ইউপিসদস্য ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টশনে বিভিন্ন রোগের সচেতনতা চিকিৎসা ও সাবধানতা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Comments are closed.