November 14, 2024, 11:40 am
যশোর ঝিনাইদহ সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ-অস্ত্র-গুলিসহ চার যুবককে আটক করেছে। আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের ওমর আলীর ছেলে আলী আহম্মদ, যশোর শহরের মোল্যাপাড়ার শাহাদত হোসেনের ছেলে হাসিব হাসান, শহরের কারবালা খ্রিস্টানপাড়ার দানিয়েল বল্লভের ছেলে মুক্তি বল্লভ, যশোর সদর উপজেলার শেখহাটির মৃত ওমর ফারুকের ছেলে ইমরান হোসেন।পুলিশ জানায়, যশোর ঝিনাইদহ সড়কের মানিকতলার আমবাগানের পাশে রাস্তার ঊপর শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি চাকু ও একটি হাসুয়াসহ আলী আহম্মদ, হাসিব হোসেন, মুক্তি বল্লভ এবং ইমরান হোসেন অভিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।এদিকে আটক মুক্তি বল্লভের মা মারিয়া বল্লভ সাংবাদিককে জানান, তার ছেলে মুক্তি বল্লভকে মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটের সময় সাদা পোষাকে একদল পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসে। বুধবার ও বৃহস্পতিকার দিনভর থানায় যোগাযোগ করলে মুক্তিকে আটকের কথা অস্বীকার করেছে। শুক্রবার জানতে পেরেছি, ডাকাতির প্রস্তুতিকালে মুক্তিকে আটক দেখানো হয়েছে।যশোর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতিকালে সময় অস্ত্রসহ চার যুবককে আটক করা হয়েছে। আগে কাউকে আটক করা হয়নি।
Comments are closed.