September 13, 2024, 1:29 am
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ আরও এক বছর বেড়েছে।বুধবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।১০ জুলাই বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।২০১৪ সালের ২৫ জুন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন চুক্তিতে তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পান। ওই সময় তিনি অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়।পরে ২০১৭ সালের ৩১ মে তার চুক্তির মেয়ার দুই বছর বাড়ানো হয়েছিল।
Comments are closed.