January 15, 2025, 8:51 am
দেশে ও বিদেশে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, দূতাবাস ও মিশনে কর্মরত উপসচিব পর্যায়ের ২১৩ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে ২০৩ জন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন মিশনে কর্মরতদের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মো. আমিনুল ইসলাম, জাপানে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর আরিফুল হক, ভারতে বাংলাদেশ হাইকমিশনে ইকোনমিক কাউন্সেলর মোহা. রাশেদুল আমীন এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. এ কে এম আতিকুল হক যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এ ছাড়া ইরাকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজাউল কবীর, কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, নেদারল্যান্ডসে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর খোন্দকার এহতেশামুল কবীর, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আবুল হোসেনও পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন।
আরও যারা যুগ্ম সচিব হয়েছেন তাদের মধ্যে রয়েছেন থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর সৈয়দ রাশেদুল হোসেন এবং চীনে বাংলাদেশের হাইকমিশনে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তারা উন্নীত পদে যোগ দিয়ে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগে পর্যন্ত উন্নীত বেতন স্কেল থাকবে।
Comments are closed.