নিজস্ব প্রতিনিধি: যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক, সাবেক এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল খালেক মন্ডলের বড় ছেলে প্রভাষক জুলিফকর রহমান বুলবুল (৫৫) মারা গেছেন। আজ ভোর সাড়ে চারটার দিকে ঢাকা হৃদরোগ ইনন্সিটিউটে তিনি মারা জান।অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে প্রভাষক শামিম জানান, সৌদি থেকে হজ্জ্বব্রত পালন করে শুক্রবার বিকেলে তিনি ঢাকা বিমান বন্দরে পৌছালে তার বড় ভাই জুলিফকর রহমান বুলবুল তাকে রিসিভ করতে যান। এর পর বড় ভাই জুলিফকর রহমান বুলবুল ঢাকস্থ তার শ্যালকের বাড়িতে অবস্থান করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভাই জুলিফকর রহমান বুলবুলের বুকে ব্যাথা অনুভব করলে প্রথম নিকস্থ ডাক্তারের পরামর্শ নেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা হৃদরোগ ইনন্সিটিউটে ভর্তি করানো হয়। পরে আইসিইউতে রাখা হয় তাকে। আজ ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক জুলিফকর রহমান বুলবুলকে মৃত্যু ঘোষণা করে।প্রভাষক জুলিফকর রহমান বুলবুল দাতভাঙ্গা কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় অধ্যাপনা করতেন।
বুলবুলের পিতা মাওলানা আব্দুল খালেক মন্ডল যুদ্ধাপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। রবিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগরে জুলিফকর রহমান বুলবুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।