February 5, 2025, 3:57 am
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বুধবার যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কিছুটা জ্বর অনুভব করায় মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে তার (পরশ) করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তার কোনও উপসর্গ নেই। মাসুদ আরও জানান, বর্তমানে শেখ ফজলে শামস পরশের শরীরিক অবস্থাও ভালো। আজ আবারও পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ও চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
Comments are closed.