October 3, 2024, 10:39 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
যোগাযোগ ব্যাবস্থায় উন্মোচিত হচ্ছে নতুন দ্বার: বেনাপোল এক্সপ্রেস নামে চালু হচ্ছে আধুনিক ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যোগাযোগ ব্যাবস্থায় উন্মোচিত হচ্ছে নতুন দ্বার: বেনাপোল এক্সপ্রেস নামে চালু হচ্ছে আধুনিক ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীঘ ৪৭বছর পর যোগাযোগ ব্যবস্থায় ঢাকা-বেনাপোল রেল রুটে উন্মোচিত হচ্ছে আরো একটি নতুন দ্বার। সরাসরি চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস নামে একজোড়া আধুনিক ট্রেন। প্রতিবেশী ভারতে চলাচলকারী যাত্রীদের সুবিধার জন্য ঢাকা-বেনাপোল সপ্তাহে ৬দিন চলবে ট্রেনটি। ট্রেনটি প্রতিদিন রাত ১২টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে থেকে ছেড়ে পরদিন সকাল ৮টার সময় বেনাপোল পৌঁছবে। আবার বেনাপোল স্টেশন থেকে দুপুর ১টার সময় ছেড়ে ওইদিন রাত ৯টার সময় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে ১৭জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বেনাপোলবাসির দীঘ দিনের দাবীর মুখে ঢাকা বেনাপোল ট্রেন চলাচলে সিদ্ধান্ত নেয় সরকার। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশন দাঁড়াবে। এছাড়া ঈশ্বরদী ও যশোর স্টেশনে অপারেশনাল স্টপেজ দিয়ে বিরতিহীনভাবে চলাচল করবে ট্রেনটি। ঈশ্বরদীতে গার্ড, লোকোমাস্টার এবং যশোরে ইঞ্জিন পরিবর্তন করা হবে। বেনাপোল থেকে ফেরার সময় একইভাবে যশোহর, ঈশ্বরদী ও বিমানবন্দর হয়ে কমলাপুর স্টেশনে আসবে। ট্রেনটিতে দিনে ৮৯৬ জন এবং রাতে ৮৭১ জন যাত্রী যাতায়াত করতে পারবে। বর্তমানে রেলে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব ৫০৮ কিলোমিটার। ঢাকা-বেনাপোল একজন এসি স্স্নিপার শ্রেণির যাত্রীর ভাড়া সাড়ে সতের’শ টাকা, এসি সিট ১ হাজার ১৪৯ টাকা, ননএসি স্লিপার ১ হাজার ৫ টাকা, এসি চেয়ার ৯৭০ টাকা, নন এসি প্রথম শ্রেণি ৬৯০ টাকা, শোভন চেয়ার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে রেলের বছরে ৩০ কোটি ৩৩ লাখ টাকা আয় হবে বলে সংশ্লিষ্টরা।
স্বপ্ন নয় বাস্তব গর্বীত বেনাপোল বাসি-ট্রেনটি উদ্বোধনে সরকারকে ধন্যবাদ জানান স্থানীয়রা-যাতায়াত ব্যবস্থায় ট্রেনটি একটি মাইল ফলক-পাসপোট যাত্রী যাতায়াতসহ ব্যবসা বানিজ্যে ঘটবে পরিবরতন। চিকিৎসা ভ্রমন ও চাকুরীজীবিদের উপকারে আসবে তবে রেলের জায়গা সপ্ম্রসারণসহ আরো রেলের দাবী জানান, সিএন্ডএফ এজেন্ট সভাপতি মফিজুরর রহমান সজন ও আমদানি রপ্তানিকারক সমিতি বেনাপোল যুগ্ম সম্পাদক মহাসিন মিলন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com