October 31, 2024, 3:11 am
সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের জন্য এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।দণ্ডিত রঞ্জণ মণ্ডল জালালাবাদের রবীন মণ্ডলের ছেলে।তিনি জামিনে পলাতক রয়েছেন।মামলার বিবরণে বলা হয়, যৌতুকের দাবিতে রঞ্জন প্রায়ই তার স্ত্রী স্বপ্না রানীকে শারিরীক নির্যাতন করতেন।পঞ্চাশ হাজার টাকা যৌতুকের জন্য ২০১২ সালে ৯ জুন নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন রঞ্জন।এ ঘটনায় স্বপ্নার ভাই শিবপদ দাস বাদী হয়ে ছয়জনকে আসামি করে কলারোয়া থানায় হত্যা মামলা করেন।তদন্ত শেষে ২০১২ সালের ১২ জুলাই পুলিশ রঞ্জনের বিরুদ্ধে অভিযোপত্র দিলে এ মামলার বিচার শুরু করে আদালত।
Comments are closed.