October 23, 2024, 7:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০

রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০

রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২শ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামে বাসিন্দা। এ নিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন দিনাজপুরে, ৭০ জন। এর পরেই আছে রংপুর জেলা, এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে, ৯ জন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।
অন্যদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালের নারী চিকিৎসক ডা. সাবা সাদিয়া ও রংপুর পুলিশের দুই জন সদস্যসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৩০ জনে। সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com