October 31, 2024, 3:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
রসুলপুরে সিলকোট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

রসুলপুরে সিলকোট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুরে সিলকোট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। পলাশপোল সার্বজনীন মন্দিরের সামনে হতে সেতু মেডিসিন’র সত্বাধিকারী মামুনের বাড়ির সামনে পর্যন্ত ৩১০ মিটার এবং রসুলপুর গোরস্থান মসজিদের সামনে হতে পুলিশ লাইনস্ অভিমুখে ডা. সামসুর রহমানের বাড়ির সামনে পর্যন্ত ২৩০ মিটার সিলকোট রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, কামরুজ্জামান শিমুল, সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তফুর আলী সরদার, ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, তবিবর রহমান, কাজী বাবু, আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তার নির্মাণ কাজ শুরু করায় পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবান জানিয়েছেন এলাকাবাসী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com