October 23, 2024, 7:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
রাজাকারের তালিকা করতে খরচ ৬০ কোটি টাকা

রাজাকারের তালিকা করতে খরচ ৬০ কোটি টাকা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এবং সদ্য বাতিল হওয়া রাজাকারের তালিকা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তবে তালিকা তৈরি করতে ৬০ কোটি টাকা কোথায় খরচ হয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি একজন সিনিয়র মন্ত্রী।’স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত আলোচিত রাজাকারের তালিকা প্রকৃতপক্ষে কোনো রাজাকার, আলবদর বা আল শামসের তালিকা নয়। এটা ছিলো ১৯৭২ থেকে ১৯৭৪ সালে দালাল আইনে দায়ের হওয়া মামলার আসামিদের তালিকা।তিনি বলেন, এই তালিকা থেকে ৯৯৬ জনের নাম বাদ দেয়া হয়েছিলো। অথচ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পুরো তালিকাটাই রাজাকারের তালিকা হিসেবে প্রকাশ করে দিয়েছে।এদিকে তীব্র সমালোচনার মুখে অবশেষে রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সংশোধনী তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com