October 31, 2024, 3:11 am
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নগরঘাটার ইয়াছিন ড্রাইভার ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক চালক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার দক্ষিণ নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ইয়াছিনের বাড়িতে চলছে শোকের মাতম।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার ঘটনাস্থল থেকে জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে বিকল হওয়ায় একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ট্রাকের হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন এবং চালক ইয়াছিন পাশে দাঁড়িয়েছিল। এসময় পাথরবোঝাই আরেকটি বাম্পার ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়।এতে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক ইয়াছিন ও হেলপার এবং বাম্পার ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments are closed.