July 27, 2024, 12:20 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
রাস্তা সংস্কারের অজুহাতে কুশখালীতে রাস্তার ইট তুলে নিয়ে গেছে মেম্বর মনিরুল ইসলাম

রাস্তা সংস্কারের অজুহাতে কুশখালীতে রাস্তার ইট তুলে নিয়ে গেছে মেম্বর মনিরুল ইসলাম

রাস্তা সংস্কারের অজুহাতে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের আড়–য়াখালীর (৯ নং ওয়ার্ড) মোল্লাপাড়া এলাকার রাস্তার ইট তুলে নিয়ে গেছে ওই ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম। রোববার সকালে সরেজমিনে যেয়ে ওই দৃশ্য দেখা যায়।
ওই রাস্তার ইট তোলার কারণে বর্ষায় ব্যাপক সমস্যা হবে জানিয়ে স্থানীয়রা বলেন, মেম্বও মনিরুল ইলাম কয়েকদিন আগে লোকজন দিয়ে রাস্তার ইট তোলে। আমরা জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তা সংস্কার করা হবে। এরপর ইটগুলো ট্রলিতে ভরে মেম্বর নিয়ে গেছে। পরে আমরা জানতে পেরেছি এখন এই রাস্তায় কোন প্রকল্প নেই। আমরা কখনও দেখিনি রাস্তা থেকে ইটগুলো তুলে ট্রলিতে করে কোন মেম্বর নিয়ে যায়। সামনে বর্ষা আসছে। এই ইট তোলার কারণে তখন আমাদেও অনেক সমস্যা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মেম্বর মনিরুল ইসলাম বলেন, ওই রাস্তায় মাটি দেওয়া হবে। এজন্য ইট তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ওই রাস্তার ধারে ইট রাখলে চুরি হয়ে যায় এজন্য ১৫০০ টাকা খরচ করে ট্রলিতে করে ইট এনে অন্য জায়গায় রাখা হয়েছে। রাস্তায় মাটি দেওয়া হয়ে গেলে ওই ইট আবার বসিয়ে দেবো। কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। খোজঁ নিয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com