October 6, 2024, 10:51 pm
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিয়ান হোসেন শ্রাবণের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেল ৪টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন মঞ্জুর করেন।এদিকে এ মামলার চার্জশিট দাখিলের পর গতকাল প্রথম ধার্য তারিখে আরিয়ান হোসেন শ্রাবণসহ অপর ছয়জন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিফাত হত্যা মামলার দুই ভাগে বিভক্ত চার্জশিটের অপ্রাপ্তবয়স্কদের চার্জশিটে ১৪ নম্বর অভিযুক্ত করা হয়েছে আরিয়ান হোসেন শ্রাবণকে।গত ৮ জুলাই আরিয়ান হোসেন শ্রাবণকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে ওইদিন বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত শ্রাবণের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পাঁচদিন রিমান্ড শেষে আরিয়ান শ্রাবণকে ফের একই আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আবার সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।পরে দ্বিতীয় দফায় আদালত শ্রাবণের আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফার রিমান্ড শেষে গত ১৮ জুলই আরিয়ান শ্রাবণ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকেই কারাগারে ছিলেন আরিয়ান শ্রাবণ।এ বিষয়ে আরিয়ান শ্রাবণের আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, গত ২৪ জুলাই আরিয়ান শ্রাবণের জন্য বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু শুনানি শেষে ওইদিন আদালত শ্রাবণের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরপর গত ১ আগস্ট বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে শ্রাবণের জামিনের জন্য মিস কেস দাখিল করেন তিনি। গত ১ সেপ্টেম্বর এই মিস কেসের আংশিক শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গ শুনানির জন্য আদালত ৪ সেপ্টেম্বর (বুধবার) দিন ধার্য করেন। পরে আজ বুধবার পূর্ণাঙ্গ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত শ্রাবণের জামিন মঞ্জুর করেন।
Comments are closed.