September 13, 2024, 1:08 am
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীর)প্রতিনিধি:তালায় ডেঙ্গু রোগে(এডিস মশার কামড়ে) আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । সে গতকাল সোমবার আনুম রাত্র ১১টার দিকে মৃত্যু বরণ করেন ।জানাযায়,উপজেলা সদরের বিশিষ্ট সমাজ সেবক সরফুদ্দীন শেখের একমাত্র পুত্র তানভীর
ইসলাম শেখ(২৫) দীর্ঘদিন যাবৎ প্যানক্রাইসিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের এক দিন পার হবার পরে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন। সেখানে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালিন অবস্থায় রাত্র ১১টার সময় মৃত্যু বরন করেন। তানভীর
সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু’বছর আগে ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলো।আজ মঙ্গলবার সকালে তার মরাদেহ বাড়িতে আনলে
এলাকায় শোকের ছায়া নেমে আসে ।আজ বিকাল আসরবাদ তালা সরকারী কলেজ
মাঠে জানাজা শেষে নিজ বাড়ির পাশে দাফন সম্পন্ন হবে ।
Comments are closed.