December 11, 2024, 5:35 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মামুন

রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মামুন

Hasan Imam: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট কলার গ্রহনের মাধ্যমে দায়িত্ব গ্রহন করেছেন। ৫ জুলাই শুক্রবার বিকাল ৫টাই ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে রোটাবর্ষ ২০১৯-২০ এর আর আই ডি ৩২৮১ এর কলার হ্যান্ডওভার অনুষ্ঠান “টার্ন ” এ কলার গ্রহন করেন। তাকে রোটারর্‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন ডি.আর.আর আবু বকর সিদ্দিকী রুপম। প্রধান অতিথি ছিলেন বি,এস,কে,পি’র সভাপতি ড.মোহাম্মদ শামসুল হক ভুইঞা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা কর আইনজীবী পরিসদের সভাপতি এ্যাড মোঃ আব্বাস উদ্দীন, গুলশান কমার্স কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ কালাম। প্রোগ্রাম চেয়ারম্যান জহির আহম্মেদ শাকিল এর পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজক ছিলেন রোট্র্যাাক্ট ক্লাব অব ঢাকা পাইওনিয়ার এবং ঢাকা তিলোত্তমা। অনুষ্ঠানে রোটারি জেলা ৩২৮১ এর আই পি ডি আর আর মোঃ শাহাজ উদ্দীন ঢালি, ডি আর আর ইলেক্টেড কাউসার আহমেদ রুবেল, ক্লাবের অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের রোট্র্যাাক্ট, সাবেক রোট্র্যাাক্ট, ক্লাব অভিভাবক, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহনের পরে রোঃ আব্দুল্লাহ আল মামুন ক্লাব পরিচালনার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেছেন


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com