ডেস্ক: রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাসুদ পারভেজ, কামরুজ্জামান স¤্রাট, শেখ কাইয়ুম, ইয়াকুব আলী, তানভীর হোসেন, আমিনুর রহমান, কামরুজ্জামান শামীম, উজ্জলসহ রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন। এসময় উপজেলা চেয়ারম্যান ক্লাবের সদস্যদের পড়ালেখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।