March 14, 2025, 5:59 am
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। শুক্রবার বিকালে পিটিআই সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল চত্বরে প্রতিবন্ধীদের মাঝে এ সাদা ছড়ি বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট অব সাতক্ষীরার পাস প্রেসিডেন্ট জিএম আবুল হোসাইন, সহ সভাপতি মাহবুবুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতিক মুজাহিদ, সমাজসেবা সম্পাদক খান ফাহিম ফয়সাল, সদস্য আমিনুর রহমান প্রমূখ।
Comments are closed.