স্বাপন দাশঃ৩৫তম রোভার মেট কোর্স ও ৩১তম দক্ষতা অর্জন বিষয়ক কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজে কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী। এসময় উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, সম্পাদক এসএম আসাদুজ্জামান, রোভার নেতা প্রতিনিধি জাহিদ হাসান, রোভার নেতা আ. ন. গাউছার রেজা, জেলা রোভারের সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী সহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার নেতা এবং রোভার ও গার্লস ইন রোভারের সদস্যবৃন্দ। ১৭-২৩ অক্টোবর অনুষ্ঠিত কোর্সের কোর্স লিডার ও জেলা রোভারের সহকারী কমিশনার ইয়াছিন আলী কোর্সের সফল করার সকলের সহযোগিতা কামনা করেছেন।