January 23, 2025, 5:16 pm
সাতক্ষীরায় ইয়াবা ও ইন্ডিয়ান রুপিসহ আব্দুল আলিম মন্ডল (২৩ ) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে জেলার ভোমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। সে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট থানাধীন ইটিন্ডা গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা, ভারতীয় ৫০ রুপি, একটি মোবাইল সেট, ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরার ভোমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত দু’টি মামলা হয়েছে।
Comments are closed.