September 14, 2024, 10:39 am
ডেস্ক:আজ ৩০ সেপ্টেম্বর রাত ৩ টা ৫ মিনিটের সময় র্যাব সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শামীম সরকার এর নেতৃত্বে কলারোয়া থানাধীন পৌরসভা তরকারী বাজার এলকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কলারোয়ার ঝিকরা গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে মোঃ গোলাম মোস্তফাকে আটক করে। তাকে তল্লাসী করে ১৫৪ পিষ ইয়াবা উদ্ধার করা হয়।আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments are closed.