October 4, 2024, 12:10 am
রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব। র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হচ্ছে।
র্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এ অভিযান চালানো হচ্ছে। এখনও অভিযান শেষ হয়নি।
তিনি বলেন, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এ ব্যবসায়ী থাকেন। বাকি তিনটি ফ্লোর খালি। অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া চারটি গাড়ির মধ্যে তিনটিরই কোনো বৈধ কাগজপত্র নেই। এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছুই যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
Comments are closed.