March 20, 2025, 11:40 am
স্টাফ রিপোর্টার ঃ যশোর র্যাবের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও এক জাল স্ট্যাম্প ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব সূত্রে জানাগেছে গত বৃহস্পতিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল যশোর জেলার মনিরামপুর মোহনাপুর দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার আব্দুল আজিজের পুত্র আব্দুল আলীম (৪২) কে ১০ টাকার ৫২৮৬ টি, ৫ টাকার ৩৭টি রেভিনিউ স্ট্যাম্প যার গায়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে। ১০ টাকার কোর্ট ফি ৪৯০ টি ও ৫ টাকার কোট ফি ১০৮০ যার গায়ে বাংলাদেশের কোট ফি লেখা আছে। তাকে আটক করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে ২৫ অ(ই) ধারার মামলা হয়েছে। কোম্পানী স্কোয়ার্ড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। অপর দিকে ঐ রাত্রে সাড়ে তিন টায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার আকবর শেখ পুত্র মোঃ আলীরাজ শেখ (২৩) কে গোলাপী রংয়ের ১০১টি ইয়াবা সহ আটক করে, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) ধারায় মামলা করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-৩ যশোর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহমুদুর রহমান মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
Comments are closed.