December 22, 2024, 5:59 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল

লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল

Sopone Das:  সদরের ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম অধিবেশনে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য সাঈদ আলী সরদারের সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমত আলী প্রমুখ। লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে ২টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪ জন। গোপন ব্যলটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মো. শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সরোজিৎ তরফদার। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান সাজু।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com