লারোয়া বেত্রবতী হাইস্কুলে নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন
- Update Time :
Tuesday, October 1, 2019
-
131 দেখা হয়েছে
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বাল্যবিবাহ, ইভটিজিং, মানব পাচার ও ডেঙ্গু সহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। কোন শিক্ষার্থী যদি এধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হয় সেটি প্রতিষ্ঠান প্রধানসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানালে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন প্রধান অতিথি ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান, এসএম জাকির হোসেন, জাহিদুল ইসলাম, জাইকার কো-অর্ডিনেটর আব্দুস সালাম, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, তজিবুর রহমান, আনারুল ইসলাম, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রাণী পাল, নূরজাহান, আসমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী প্রশিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।