October 6, 2024, 11:38 pm
আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লিগ্যাল এইড বিষয়ক জনসচেতনমূলক কর্মশালা-সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান ও বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য ও ইউনিয়ন পরিষদের সচিব এবং সদর উপজেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছেন।
Comments are closed.