December 22, 2024, 6:26 am
মি. রাজুঃসাতক্ষীরা জজ কোর্টের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এড. আব্দুল লতিফ।অতিরিক্তি পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অনিত মুখার্জী, আতাউর রহমান, রুহুল আমিন, খোদা বক্স, শেখ মিজানুর রহমান, তপন কুমার দাশ, মোজাহার হোসেন কান্টু, আব্দুল বারি, ফাহিমুল হক কিসলু, জিল্লুর রহমান-২, কাজী মোফাজ্জেল হক, মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শেখ আব্দুস সামাদ, মোস্তফা নূরুল আলম, তামিম আহমেদ সোহাগ, সৈয়দ জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান ও জিএম ওকালত হোসেন।এছাড়া এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন, বিউটি আফরোজা বানু, সাইদুজ্জামান, ওহিদুজ্জামান, হাবিব ফেরদৌস মিমুল, হুমায়ুন কবীর, মোজাম্মেল হোসেন, দেবাশীষ মুখার্জী, আশরাফুল আলম বাবু, শামছুল বারি, কামরুন্নাহার ছবি ও লাকি ইয়াসমিন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন জহুরুল হায়দার বাবু।জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন শম্ভুনাথ সিংহ। অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার যামিনী কান্ত, আনিসুল কাদির ময়না, ইমরান মেহেদী হাসান। এছাড়া এজিপি হয়েছেন মো. ফারুক-২ ও দিলীপ বাছাড়।আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনু বিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ১২ সেপ্টেম্বর এক বার্তায় এ খবর নিশ্চিত করা হয়েছে
Comments are closed.