February 5, 2025, 10:53 am
সাতক্ষীরা শহরের কদমতলা বাজারে জাহিদ সেনেটারী দোকানের মালামাল চুরি করার সময় মেহেদী (৩৫) নামে একজনকে ধরে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার দুপুরের দিকে কদমতলা বাজারের এ ঘটনা ঘটে। কাটিয়া টাউন বাজার এলাকার আব্দুল আজিজের পুত্র মেহেদী হাসান একটি ব্যাটারি চালিত ভ্যান ডেকে নিয়ে ওই দোকানের বাইরে থাকা ঢেউটিন ভ্যানে লোড দিতে থাকে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই তাকে আটক করে রাখে। এরপর স্থানীয় লোকজন সদর থানার পুলিশের সংবাদ দিয়ে তাকে পুলিশের হাতে সোর্পদ করেন। দোকানের মালিক মোস্তফা জানান, এর আগেও কয়েকবার তার দোকানের তালা ভেঙে লক্ষ টাকার মালামাল ও টাকা চুরি হয়েছিল। এদিকে বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, কদমতলা বাজারের বিভিন্ন দোকানে প্রায় সময় চুরি হচ্ছে। ইতোমধ্যে এলাকার কয়েয়টি মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। লাবসা, কাশেমপুর, কদমতলা, রসুলপুর এলাকায় চুরি উপদ্রব বেড়েছে বলে স্থানীয়রা জানান। বাসাবাড়িতে গরু, ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক ও দোকানের মালামাল, টাকা চুরি হচ্ছে। তবে এসব চোরচক্র ধরা ছোঁয়ার বাইরে থাকে। সদর থানার পুলিশ এসআই শিমুল জানান, স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে মেহেদিকে আটক করি ও চুরি মালামাল ঢেউটিন ও চোরের মোটরসাকেল জব্দ করা হয়।
Comments are closed.