সীমান্ত প্রতিনিধি : ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। বিশেষ অতিথি ছিলেন মুছা আমিন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরিফ ইকবাল, শফিকুল ইসলামসহ অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য জবারানি দাস, রাবেয়া সুলতানা, সভাপতি হিসেবে আশরাফুল ইসলাম (বাবলু) ও সহ-সভাপতি হিসেবে আব্দুর রহমানের নাম ঘোষণা করলে মুছা আমিনসহ উপস্থিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ সর্মথন ঘোষণা করেন। ম্যানেজিং কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম (বাবলু) সহসভাপতি আব্দুর রহমান। প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুছা আমিন, সদস্য জবা রানী দাশ, সুরাইয়া পারভিন, রাবেয়া সুলতানা, প্রভাত কুমার হালদার, মাছুমা ইয়াছমিন, নুসরাত সাদিয়া ও সাহেব আলী।