July 27, 2024, 12:09 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শামীমের ৩০০ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত

শামীমের ৩০০ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত

টেন্ডারবাজি করে অগাথ বিত্তের মালিক বনে যাওয়া জি কে শামীমের বিভিন্ন ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রিমান্ডে থাকা এই যুবলীগ নেতার সকল ব্যাংক হিসাব স্থগিত (একাউন্ট ফ্রিজ) করেছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শুক্রবার গ্রেফতার হওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য মোটা অঙ্কের চেক কয়েকটি ব্যাংকে জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক শামীমের সকল ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা জারি করে।নির্দেশনায় বলা হয়, জি কে শামীম, তাঁর স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে হবে। এ-সংক্রান্ত সব তথ্য পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়।জি কে বিল্ডার্সের মালিক গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক বলে পরিচয় দিতেন।গুলশানের নিকেতনে জি কে শামীমের ব্যক্তিগত কার্যালয়ে গত শুক্রবার র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করেন। এরপর সেখান থেকে ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র (তাঁর মায়ের নামে ১৪০ কোটি), ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করে র‍্যাব।অস্ত্র ও মাদক মামলায় জি কে শামীম এখন ১০ দিনের রিমান্ডে আছেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com