July 27, 2024, 4:19 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিক্ষার্থীদের ভালো মানুষ হবার স্বপ্ন দেখালেন যশোর বোর্ডের স্কুল পরিদর্শক ড. শাহীন

শিক্ষার্থীদের ভালো মানুষ হবার স্বপ্ন দেখালেন যশোর বোর্ডের স্কুল পরিদর্শক ড. শাহীন

নিজস্ব প্রতিনিধি: লেখাপড়া শিখে ভালো মানুষ হবার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিশ্বাস শাহীন আহমেদ। তিনি শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এসে শিক্ষার্থীদের এ আহ্বান জানান। প্রফেসর ড. শাহীন বলেন, দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। আলোকিত মানুষ হতে হবে। দেশের সম্পদে পরিণত হয়ে মানব সেবায় নিবেদিত প্রাণ হতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। সততা, নিষ্ঠার সাথে মনোযোগী হয়ে আত্মবিশ্বাসী হতে পারলে জয় হবেই। তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদার, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, সহকারি প্রধান শিক্ষক অনিজিৎ কুমার মণ্ডল, সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, গীতা রাণী সাহা, অরুন কুমার মণ্ডলসহ প্রমুখ।প্রফেসর ড. বিশ্বাস শাহীন আহমেদ বিদ্যালয়টি পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের সমস্যা, সম্ভাবনা ও স্বপ্নের কথা শোনেন। বিদ্যালয়ের ফলাফল ও অবকাঠামো এবং শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com