January 15, 2025, 1:04 pm
বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা ওমর সানী। সিনেমার চরিত্রের প্রয়োজনে অনেক সময় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন তবে এই অভিনেতা বাস্তব জীবনেও পর্দার হিরোর মতো সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এবার সেই ধারা বজায় রেখে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন ওমর সানী। এই অভিনেতার ফ্যান ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের পাঞ্জাবি উপহার দেয়া হয়েছে বলে জানান ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
এর আগে গত মাসে সানী স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছিল। এই কাজে যুক্ত ছিলেন ওমর সানী নিজেও। বর্তমানে ‘সোনার চর’ সিনেমার শুটিং শেষ করেছেন। খুব শিগগিরই সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামীতে কী কী সিনেমার কাজ রয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ওমর সানী সময় সংবাদকে জানান, বর্তমানে ব্যবসার কাজে কিছুটা ব্যস্ত রয়েছেন। হাতে কিছু সিনেমার কাজ রয়েছে তবে সেগুলো নিয়ে এখনি কিছু বলতে চাচ্ছি না।
Comments are closed.